Wellcome to National Portal
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মে ২০১৭

আমাদের প্রসঙ্গে

 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ প্রধানত সরকারের পক্ষে জাতীয় সংসদে উত্থাপনের লক্ষ্যে সকল আইন প্রণয়নের প্রস্তাব/বিল ইত্যাদির খসড়া প্রস্ত্তত ও পরীক্ষা নিরীক্ষা করে থাকে। অধ্যাদেশের খসড়া প্রণয়ন ও অধ্যাদেশ জারি এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে উহা জাতীয় সংসদে উথাপন করাও এ বিভাগের একটি গুরুত্বপূর্ণ কাজ। সকল অধঃস্তন আইন, যেমন:- বিধি, প্রবিধি, উপ-আইন, প্রজ্ঞাপন ইত্যাদি এবং সকল আন্তর্জাতিক চুক্তি এবং আইনগত ভিত্তি আছে এমন সকল আইনগত বিষয়সহ গুরুত্বপূর্ণ সকল চুক্তি ভেটিংয়ের কাজও এ বিভাগ করে থাকে। এছাড়াও এ বিভাগ সংবিধান এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরসমূহের আইন, বিধি, প্রবিধি, উপ-আইন, সমঝোতা স্মারক, আন্তর্জাতিক চুক্তি, সন্ধি, ইত্যাদির ক্ষেত্রে আইনগত মতামত প্রদান করে থাকে । সকল আইন ও আইনানুগ দলিল বিশেষতঃ ইংরেজী হতে বাংলায় এবং বাংলা হতে ইংরেজীতে অনুবাদ করা এ বিভাগের অন্যতম দায়িত্ব।

 

 

 

আইনসমূহের সংকলন, সংহতকরণ, অভিযোজন এবং উহার কারিগরি সংশোধন লেজিসলেটিভ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ একটি অংশ। বিদ্যমান সকল আইনের পর্যায়বৃত্ত মুদ্রণ ও প্রকাশনা এবং প্রকাশনাসমূহের কপিরাইট নিয়ন্ত্রণ ও সংরক্ষণের কাজটিও এ বিভাগের কার্যপরিধিভুক্ত।

 

 

জাতীয় মানবাধিকার কমিশন এবং আইন কমিশনের প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগ হিসেবে এ বিভাগ যাবতীয় কাজ করে থাকে। এছাড়া, সংসদ বিষয়ক নির্দিষ্ট কিছু কাজও এ বিভাগের আওতাধীন।